০৮। সম্মানিত হাজী সাহেবগণ সম্ভব হলে করতে পারেন।

০৮। সম্মানিত হাজীগন-সম্ভব হলে করতে পারেন- ০১। সফরে সৎ ও ধার্মিক ব্যক্তির সফর সঙ্গী হওয়ার চেষ্টা করুন। ০২। এজেন্সী নির্বাচনে সর্তকতা অবলম্বন করুন। ০৩। তাওয়াফ বড় নেকীর কাজ যে যত বেশী পারেন তাওয়াফ করবেন। এ তাওয়াফ ইবাদতটি পৃথিবীর অন্য কোন জায়গায় বৈধ নয়। একমাত্র কেবলমাত্র পবিত্র কাবার চত্তর ছাড়া। ০৪। রুকনে ইয়ামানি (হাজরে আসওয়াদের) আগের কোণটিকে বলে, সম্ভব হলে ডান হাত দিয়ে স্পর্শ করুন, স্পর্শ করা সুন্নাত এবং এই কোণ থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত নিন্মের দু’আটি পড়া সুন্নাত। এই দু’আটি পড়া মাসনুন রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্না’র) অর্থ-হে পরওয়ার দিগারে আলম আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান কর, এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর। Our lord ! Give us good in this world and good in the hereafter and defend us from the torment of the fire! সুরা বাকারাহ ২০১ নং আয়াত