০৫। হজে যাওয়ার সন নির্ধারন করা

আলহামদু লিল্লাহ। আপনি হজে যাওয়ার প্রাথমিক কাজ শেষ করেছেন। আপনি ইচ্ছে করলেই যে কোন সনে হজে যেতে পারবেন না। প্রাক-নিবন্ধন করে রাখুন সন পরে নির্ধারন করা যাবে। প্রাক-নিবন্ধনের মেয়াদ তিন বছর পর্যন্ত থাকে, যদি কাংক্ষিত সনে প্রাক-নিবন্ধনের সিরিয়ালে মধ্যে আপনার সিরিয়াল নম্বর থাকে, এ তিন বছরের যে কোন সনে আপনি ইচ্ছা করলে হজে যেতে পারবেন। টাকা, পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনী কাগজপত্র নিয়ে আপনি মানসিক ভাবে প্রস্তুত থাকুন। সম্ভব হলে, যখন হজের নিয়্যত করেছেন তখনই হজ বাবদ যাবতীয় খরচের টাকা আলাদা করে রেখে দিন। কাজ না করে বা আমল না করেও ভালো কাজের নিয়্যত করলেই ছাওয়াব পাওয়া যায় । কোন ব্যক্তি যখন কোনো ভালো কাজ করার চিন্তা করে তা বাস্তবায়ন করার আগেই তার আমল নামায় সে কাজের সাওয়াব লেখা শুরু হয়ে যায়। বুখারী ও মুসলিম শরীফের হাদিছে এসেছে-হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ননা করেন, রাসুল (সা.) তার মহান প্রভুর সূত্রে বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ তাবারাকা ও তায়ালা ভালো কাজ ও মন্দ কাজের সীমা চিহ্নিত করে দিয়েছেন এবং সেগুলোর বৈশিষ্টও সুস্পষ্টভাবে বর্ণনা করেছেরন। সুতরাং যে ব্যক্তি কোন ভালো কাজের সংকল্প করে, কিন্তু তা সম্পাদন করেননি, আল্লাহ তার আমল নামায় পূর্ণ সাওয়াব বা প্রতিদান লেখার আদেশ দেন। আর (ভালো কাজের)সংকল্প করার পর যদি কাজটি বাস্তবায়ন করা হয়, তবে আল্লাহ তার আমল নামায় ১০টি নেকি থেকে শুরু করে ৭০০; এমনকি তার চেয়েও কয়েকগুণ বেশি সাওয়াব দান করেন। পক্ষান্তরে কোনো মানুষ যদি মন্দ কাজের ইচ্ছা পোষন করে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় গুণাহ লেখা হয় না। তবে যখন সে ব্যক্তি মন্দ কাজ করে তখন শুধু মাত্র একটি মন্দ কাজের জন্য একটি গুণাহ লেখা হয়। (হাদিছ শরীফ।) এতে আপনি লাভবান হবেন সবচেয়ে বেশী। জিহাদের মাঠের সৈনিকের মতো সবকিছু প্রস্তুত রেখে আল্লাহর কাছে দ’ুআ করতে থাকুন, যাতে মক্কা-মদিনায় নিরাপদে যেতে পারেন। আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা আপনার আয়ে-ইনকামে, ফ্যামিলিতে বরকত দান করবেন। আপনার ছাওয়াবের পাল্লা ভারী হতে থাকবে। কেননা নিয়্যতেই আল্লাহ বরকত দান করেন।