০৪। হজের প্রথম পদক্ষেপ ঃ প্রাক-নিবন্ধন করা

হজের প্রথম পদক্ষেপ হলো হজের জন্য প্রাক-নিবন্ধন করা। প্রাক-নিবন্ধন করার জন্য যা প্রয়োজন-আপনার কাংখিত এজেন্সীতে আপনার ভোটার আইডি কার্ড/ভোটার আইডি, ভোটার আইডি কার্ড না থাকলে প্রয়োজনীয় কাগজ, একটি স্বচল মোবাইল নম্বর ও ৩০,৭৫২/= (ত্রিশ সাতশত বায়ান্ন) টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করুন। এই টাকা পরে আপনার হজের প্যাকেজের সাথে সমন্বয় করা হবে। এবার আপনি হজে যাওয়ার প্রথম কাজটি করে ফেলেছেন। আলহামদু লিল্লাহ। এখন চুড়ান্ত নিবন্ধনের জন্য অপেক্ষা করুন। চুড়ান্ত নিবন্ধন অর্থ হলো আপনি আর ইচ্ছা করলেও এজেন্সী বদল করতে পারবেন না। তাই চুড়ান্ত নিবন্ধনের আগে যদি কখনো মনে হয়, এজেন্সী আপনার মনপুত হয়নি বা এজেন্সীর রিপুটেশন ভালো না, আপনি প্রয়োজনে এজেন্সী বদল করতে পারবেন, সরকার আপনাকে এ এখতিয়ার দিয়েছেন। তাতে আপনার ২০০০/=(দুই হাজার টাকা) প্রাক-নিবন্ধনকৃত এজেন্সী কেটে রাখবে।