০২। হজ ও উমরার নিয়্যতের পর করনীয়

যে ব্যক্তি হজের বা উমরার নিয়্যত করবে তার জন্য মুসতাহাব আমল হলো, যথা-০১। সে তার পরিবার ও বন্ধুমহলকে তাকওয়ার (খোদা ভীতির) উপদেশ দিবে। ০২। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। ০৩। ঋণ বা দেনা থাকলে পরিশোধ করবে এবং স্বাক্ষি রাখবে। ০৪ । তাওবার শর্তানুযায়ী তওবা করবে । তাওবার ব্যাপারে আল্লাহ পাক বলেন: ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মু’মিনোনা লাআল্লাকুম তুফলিহোনা।) অর্থ-মুমিনগন, তোমরা সবাই আল্লাহর সামনে তাওবা কর। যাতে তোমরা সফলকাম হও। সুরা নুর ৩১ নং আয়াত। তাওবার শর্তাবলী নিন্মরুপ- ০১। পাপ বর্জন করা ০২। অতীত পাপের জন্য লজ্জিত হওয়া ০৩। দ্বিতীয় বার পাপে লিপ্ত না হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা।