১৫। ব্যাগের নিয়ম-কানুন ও প্রয়োজনীয় কথা ঃ-

১৫। ব্যাগের নিয়ম-কানুন ও প্রয়োজনীয় কথা ঃ- ক) বিমানে উড্ডয়নকালে হাত ব্যাগে ছুরি, কাচি, বেøড ইত্যাদি নেয়া যাবে না। খ) হজযাত্রীর লাগেজে নিজের নাম, পাসপোর্ট নম্বর, হজ এজেন্সীর নাম ঠিকানা ইংরেজিতে লিখা প্রয়োজন। গ) বিমানে উড্ডয়নের সময়ের ৬ ঘন্টা পূর্বে আশকোন/ বিমান বন্দরে পৌছান ঘ) ঢাকার হজ ক্যাম্পে আসলে টিকা বাকী থাকলে নিয়ে নিন ও বৈদেশিক মুদ্রা সংগ্রহ করুন। ঙ) যারা জেদ্দা হয়ে মক্কা শরীফ যাবেন ক্যাম্পে/বিমান বন্দর থেকেই ইহরাম পরিধান করুন। আর যারা মদিনা শরীফ যাবেন, তারা মদিনা থেকে আসার পথে যুলহুলাইফা থেকে উমরার ইহরাম পরিধান করবেন।