১৪। যারা হজ বাস্তবায়ন করবেন তাদের করনীয়

১৪। যারা হজ বাস্তবায়ন করবেন তাদের করনীয়-এজেন্সীর মালিক, গ্রæফ লিডার বা মুয়াল্লিম আপনি যিনি বা যে হোন না কেন, আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কেননা- ক) আপনি কি হজ আদায়ে নেতৃত্ব দিচ্ছেন ? ০১) আপনারা আল্লাহর মেহমান হজ যাত্রীর সেবায় নিয়োজিত আছেন। ০২) মুসলিমদের পবিত্র স্থান মক্কা মদিনা দেখানো, হজ করানো আপনার দায়িত্ব। ০৩) নবী, সাহাবা,অলি শহীদদের স্মৃতি বিজড়িত স্থান আপনি হাজী সাহেবদেরকে দেখাবেন, ইতিহাস বলবেন তাই আপনাকে প্রথমে মুত্তাকি হওয়া জরুরী। ০৪) ইসলামের শিক্ষা-দীক্ষা যা আমরা, আপনারা পেয়েছি তা সব সংঘঠিত হয়েছে এ সব পবিত্র স্থানে। ০৫) সুতরাং আপনারাও হাজী সাহেবদের সাথে কথা, প্রতিশ্রæতি, কাজ, সেবা ও হজের কার্যক্রম যা করবেন তা শত ভাগ পুরন করার চেষ্টা করবেন ০৬) আল্লাহর সাহায্য কামনা করবেন। খ) কি জন্য করছেন ০১) আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে মুক্তি লাভ করা। ০২) আল্লাহ তাবারাকা ও তায়ালা আপনাকে আমাকে দুনিয়া ও আখেরাতে জাযা খায়ের দান করবেন। ০৩) আমাদের চেষ্টা যখন শত ভাগ থাকে তখন মহান প্রভু তাতে বরকত দান করেন। ০৪) মহান আল্লাহ ফরমান - চেষ্টা করার ক্ষমতা বান্দার , এর পূর্ণতা দান করি আমি আল্লাহ। আল্লাহ আমাদের সহায় হউন। গ) কিভাবে করছেন- ব্যবসা নিয়মানুযায়ী যা হবার ইনশা আল্লাহ তা হবে-ই, তাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা শক্তি হাজীদের খেদমতে ব্যয় করার চেষ্টা করি আল্লাহ আমাদের সহায় হবেন। আমাদের আয় রোজিতে খায়ের বরকত দান করবেন। আল্লাহ আমাদের সহায় হউন। আমীন।