১৩। হজ এজেন্সীর বর্জনীয় ঃ-

১৩। হজ এজেন্সীর বর্জনীয় ঃ- বাংলা উচ্চারণঃ কুল্লুকুম রাইন, অ কুল্লুকু মাছউলিন আন রা-ইয়আতিহি । অর্থ ঃ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, স্বীয় দায়িত্বের ব্যাপারে (আমরা সকলে) জিজ্ঞাসিত হবো। সাবধান! হাজীদের সাথে হজের মতো পবিত্র পেশায় যা করবেন না- ক) কোনক্রমেই সরকার ঘোষিত প্যাকেজ মূল্যের কম মূল্যে হাজী সংগ্রহ করবেন না। খ) হজ নীতির বর্হিভুত কোন সুযোগ-সুবিধার আশ্বাস দিবেন না। গ) কম মূল্যে বেশী সুযোগ-সুবিধার আশ্বাস দেয়া বা প্রলোভন দেখানো থেকে বিরত থাকুন। ঘ) বাসা দূরে ঠিক করে কাছে বলা খারাপ বাসা ঠিক করে ভালো বলা ইত্যাদি কর্ম করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। ঙ) বুকিং নেয়ার সময় এক ধরনে কথা, পরে কথা ও কাজে ঠিক না রাখা, মিল না পাওয়া এ ধরনের গর্হিত কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। চ) হজের সুযোগ সুবিধার কথা গোপন রাখা বা সুযোগ-সুবিধার কথা বললে পাশ কাটিয়ে যাওয়া ছ) গ্রæপ লিডারদেরকে যথাসম্ভব পরিহার করা ও তাদের কাছ থেকে কম মূল্যে হাজী সংগ্রহের প্রবণতা থেকে নিজেদেরকে পরিহার করার চেষ্টা করা বা দূরে থাকা। গ্রæপ লিডারদের হাজীদের সাথে সুযোগ-সুবিধার ব্যাপারে কথা বলা, এবং হাজীদের সাথে প্যাকেজের সুযোগ সুবিধার কথা বলে নেয়া। জ) হাজীর কুরবানীর দায়িত্ব নিলে যথাযথ ভাবে কুরবানী করা, হাজী সাহেবদের মধ্য থেকে ক’জন হাজী কুরবানী করতে সাথে নিয়ে যাওয়া ভালো। কুরবানী করতে যেয়ে ছলচাতুরীর আশ্রয় না নেয়া। ঝ) হজের সফরে একজন ভালো জাননে ওয়ালা আলেম না রাখার প্রবনতা বা হজের মাসআলা না জেনে কার্যক্রম পরিচালনা করা ।