০৯। জেদ্দা বিমান বন্দর থেকে ঃ-

০৯। জেদ্দা বিমান বন্দর থেকে ঃ- ক) বিমান থেকে নামার পর একটি হল ঘরে আপনাদেরকে বসার ব্যবস্থা বা ডাইরেক্ট ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্টে সীল মারার জন্য দাড়াবেন। খ) ইমিগ্রেশন করার পর লাগেজ গ্রহণ করে আপনার গাইডের জন্য অপেক্ষা করবেন বা বাংলাদেশী হজ কর্মীদের নির্দেশ ফলো করবেন। গ) হজ টার্মিনালে “বাংলাদেশ প্লাজা” গিয়ে অপেক্ষা করুন। বেশী বেশী তালবিয়া পাঠ করুন-- উচ্চারণ ঃ লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা, ওয়ান নি‘মাতা, লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক্। অর্থ ঃ হে আল্লাহ! আমি হাজির, আমি হাজির। আমি হাজির, তোমার কোন শরীক নেই। আমি হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই জন্য এবং সাম্রাজ্য বা সকল ক্ষমতা একমাত্র কেবলমাত্র তোমারই। তোমার কোন শরীক নেই। (তুমি এক, একক তোমার কোন শরীক নাই।)