০৮। হজ তরক কারীর পরিণাম ঃ-

০৮। হজ তরক কারীর পরিণাম ঃ- যাদের উপর হজ ফরজ হয়েছে যতদ্রæত সম্ভব হজ আদায় করে নিন। তা না হলে হাদিছের ভাষায় নিন্ম বণিত পরিণতি ভোগ করতে হবে। ০১। সতর্ক বার্তা-০১ হযরত মুজাহিদ ইবনে রুমি হতে বর্ণিত - হজ করার সামর্থ থাকা সত্তেও যদি হজ আদায় না করে মৃত বরন করে তাহলে তিনি জাহান্নামী জাহান্নামী। (মুছান্নাফে আবু বকর ইবনে আবি শাইবা) ৪/৩৯২। (আল-হাদীছ) ০২। সতর্ক বার্তা-০২ হযরত সাঈদ ইবনে জুবাইর (রা.) বলেন-কেউ হজ না করে মারা গেলে আমি তার জানাজার নামাজ পড়বো না।(মুছান্নাফে আবু বকর ইবনে আবি শাইবা) ৪/৩৯২। (আল-হাদীছ) ০৩। সতর্ক বার্তা-০৩ হযরত আলী(রা.) হতে বর্ণিত তিনি বলেন- রাসুল(সা.) বলেছেন: যার শক্তি ও সামর্থ থাকা সত্তেও হজ আদায় করলো না, সে ইহুদী বা নাছারা হয়ে মৃত্যু বরণ করতে বাধা নাই। তিরমিজি ৩/৩১১(আল-হাদীছ) সুতরাং বুঝা গেলো হজ, ফরজ হওয়া সাথে সাথে আদায় করে নেয়া ফরজ। হায়াত ও মওত এর মালিক আল্লাহ। আল্লাহ আমাদের সহায় হউন।