০৭। ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ সমুহ ঃ-

০৭। ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ সমুহ ঃ- যে কোন প্রকারের সুগন্ধি লাগানো বা ব্যহার করা, চুল ও নখ কাটা, মাথার সাথে কোন কিছু লাগিয়ে মাথা ঢাকা, পশু-পাখি শিকার করা, যৌন মিলন, বিয়ে-শাদী, হারাম এলাকার সবুজ বৃক্ষ তরুলতা কর্তন করা। সেলাইকৃত পোষাক গেঞ্জি, পায়জামা,ইত্যাদি পুরুষদের জন্য পরিধান করা নিষিদ্ধ। এ হুকুম আহকাম জানা থাকতে হবে। তারপর আনুষাঙ্গিক বিষয়াদির প্রতি খেয়াল বা সজাগ দৃষ্টি রাখতে হবে। উল্লেখিত বিষয়াদিগুলো হজ সহীহ-শুদ্ধ হওয়ার জন্য খুব জরুরী।