০৬। হজের মিকাত সমূহের বর্ণনা ঃ বা ইহরাম বাধা স্থান ঃ-

০৬। হজের মিকাত সমূহের বর্ণনা ঃ বা ইহরাম বাধা স্থান ঃ- মীকাত এর বর্ণনা ঃ হজ ও উমরা করার নিয়্যতে ইহরাম বাধার স্থানকে মীকাত বলে। মীকাত মোট ৭টি। যথাঃ- ০১। মীকাত যুলহুলাইফা বা আবয়ারে আলী ঃ মদিনা বাসী ও যারা এ পথ দিয়ে আসবে তাদের জন্য এই স্থান থেকে হজ বা উমরা নিয়্যতে ইহরাম বাধা ফরজ। ০২। আল জুহফা বা রাবেগ ঃ শাম,সিরিয়া ও মিশর বাসী ও যারা এ পথ দিয়ে গমন করবেন। ০৩। কারনুল মানাযিল বা সায়লুল কাবীরঃ নাজদ বাসী বা এ পথে যারা আসবেন। ০৪। ইয়ালামলাম বা আস্সা’দিয়া ঃ বাংলাদেশ, পাকিস্তান,ভারত, ইয়ামান বাসী ও এ পথে যারা আসবেন। ০৫। যাতে র্ইক ঃ ইরাক বাসী ও এ পথ দিয়ে যারা যাতায়াত করবেন। ০৬। নিজ নিজ বাসস্থান ঃ মক্কা বাসী ও যারা মীকাতের ভিতরে বসবাস করেন তাদের মীকাত। ০৭। হিল বা হারামের বাইরে ঃ মক্কা বাসীদের উমরা পালনের জন্য মীকাত। উল্লেখিত স্থান থেকে নির্ধারিত সময়ে হজ বা উমরার নিয়্যতে ইহরাম বেধে যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে হয়। ইহরাম কোন স্থান থেকে বাঁধবেনঃ ইহরাম বাধার অবস্থা দুটি। যথা- (১) সরাসরি যারা পবিত্র মক্কায় যাবেন, করনীয়-সরাসরি যারা মক্কা শরীফ যাবেন তারা নিজ (বাংলাদেশ) বাসা থেকে ইহরাম বেঁধে যেতে পারেন বা কেউ ইচ্ছে করলে বিমানে উঠেও ইহরাম বাধতে পারেন, তবে মীকাতের পূর্বেই ইহরাম বেধেই মক্কা শরীফ উপস্থিত হতে হবে। (২) সরাসরি যারা পবিত্র মদিনা যাবেন, পরে মদিনা শরীফ হয়ে মক্কায় আসবেন হজ বা উমরা করতে, তারা মদিনা থেকে ফেরার সময়, উমরা বা হজের নিয়্যতে বাসা থেকে বা মিকাত যুলহুলাইফা (এখান থেকে রাসুল (সা.) ইহরাম বেঁধেছেন) থেকে ইহরাম বেধে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করবেন।