০৪। দ’ুআ কবুলের জায়গা ঃ-

০৪। দ’ুআ কবুলের জায়গা ঃ- দু’আ কবুলের স্থান সমূহ ঃ সৌভাগ্যবান হাজী সাহেবগণ আপনারা এমন এক জায়গাতে আছেন যেখানে দু’আ কবুলের জায়গা ও সময় দুটিই পাচ্ছেন। জায়গা মতো যাবেন দু’আ করবেন, কবুল হবে ইনশা আল্লাহ। ০১। পবিত্র কাবা ঘর প্রথম দর্শনে ০২। মাতাফে বা তাওয়াফরত অবস্থায় ০৩। মুলতাযামে। ০৪। মাকামে ইব্রাহিমে ০৫। হাতিমে কা‘বা ০৬। ছাফা পাহাড়ে ০৭। মারওয়া পাহাড়ে। ০৮। পবিত্র মাশআর মিনাতে ০৯। পবিত্র মাশআর জামারাতে বা শয়তানকে পাথর নিক্ষেপের জায়গায় ১০। পবিত্র মাশআর মুযদালিফায় ১১। পবিত্র মাশআর আরাফাতের ময়দানে ইত্যাদি। ইখলাছ ও সুন্নাতের অনুসরণ ছাড়া মুমিন বান্দার কোন ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। যেমন আল্লাহ পাক বলেন- (উচ্চারণঃ ওয়া আতিয়ুল্লা’হা ওর্য়ারাসুলা লাআল্লাকুম তুরহামুন।) অর্থ-আর তোমরা আনুগত্য করো আল্লাহর রাসুলের, যাতে তোমাদের উপর রহম করা হয়। সুরা আলে ইমরানে ১৩২ নং আয়াত