০৩। فضائل مكة المكرمة পবিত্র নগরী মক্কার ফজিলত ঃ-

০৩। فضائل مكة المكرمة পবিত্র নগরী মক্কার ফজিলত ঃ- ক) মক্কা শ্রেষ্ট ও পবিত্র হওয়ার দলিল প্রমাণাদী - আব্দুল্লাহ বিন আদী বিন হামরা এর হাদীস রাসুল (সাঃ) যখন সাওয়ারীর উপর মক্কায় “খারওয়ারাহ” নামক স্থানে ছিলেন তখন তিনি তাকে বলতে শুনেছেন ঃ আল্লাহর কসম, হে মক্কা তুমি আল্লাহর সকল ভূমির চেয়ে উত্তম ও তার নিকট অধিক প্রিয়। আমাকে যদি তোমার থেকে বের হওয়ার জন্য বাধ্য না করতো, তাহলে আমি কখনো বের হতাম না। আর মসজিদে হারামে নামায এক লাখ নামাযের চেয়ে উত্তম।(মুসনাদে আহমদ-৩/৩৪৩-৩৯৭।) খ) এক নামাজ পঞ্চাশ বছর ছয় মাস বিশ দিন নামাজের সমান হবে, এবং দিবা রাত্রি পাচ ওয়াক্ত নামাজ দুইশত সত্তর বছর নয় মাস দশ দিন নামাজের সমান।(পবিত্র মক্কার নতুন পুরাতন ইতিহাস-২৭ পৃষ্টা।) গ) মক্কা শরীফে যেমন সৎ কাজের সওয়াব বৃদ্ধি করা হয়, তেমনি অপকর্মের জন্য পাপ ও বৃদ্ধি করা হয়। মুজাহিদ (রা.) বলেন-মক্কায় পাপ বৃদ্ধি করা হয় যেমন বৃদ্ধি করা হয় নেকী।(মুসীরুলগারামিসসাফীন-২৩৪।) ঘ) ইমাম আহমাদ বিন হাম্বল (রা.) কে জিজ্ঞাসা করা হয় যে, পাপ কি দ্বিগুন করা হয়? প্রত্যুত্তরে তিনি বলেন-না, মক্কা ব্যতিত। কারণ এটি মক্কার সম্মানের জন্য। (মুসনাদে আহমাদ)