০২। পবিত্র মক্কা নগরীর বিভিন্ন নাম ঃ

০২। পবিত্র মক্কা নগরীর বিভিন্ন নাম ঃ মক্কা প্রাচীন নগরী, সর্ব প্রথম ভূমি, সর্ব শ্রেষ্ঠ পবিত্র জায়গা। এই পবিত্র শহর ও মর্যদা সম্পন্ন হারামের অনেক নাম আছে, যা প্রায় পঞ্চাশের কাছাকাছি। (শিফাউল গারাম-১/৪৮-৫৩, মুজামুল বুলদান-৫/১৮১-১৮৩। যেমন ক)। মক্কা ঃ এ সম্পর্কে আল্লাহ বলেন- (উচ্চারণঃ ওয়াহুয়াল লাজি কাফফা আইদিয়াহুম আনকুম, ওয়া আইদিয়াকুম আনহুম বিবাত্নি মাক্কা।) অর্থ- তিনি মক্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন। সুরা আল-ফাত্হ-২৪ খ) বাক্কা ঃ এর প্রমাণে আল্লাহর বাণী- (উচ্চারণঃ ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাজি বিবাক্কাতা মুবারাকাও অ হুদাল লিল্আলামিনা, ফিহি আয়াতুন বাইয়েনা’তুন মাকামি ইবরাহীম ওয়া মান দাখালাহু কানা আমিনান।) অর্থ-নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্মিত হয়েছে, সেটা এই ঘর, যা বাক্কায় অবস্থিত এবং সারা জাহানের জন্য হিদায়াত। সুরা আলে ইমরান-৯৬ গ) আল-বালাদ ঃ এর উল্লেখ এই আয়াতে আছে- (উচ্চারণঃ লা’উকসিমু বিহাযাল বালাদ) অর্থ-আমি এই শহরের শপথ করছি।(আল বালাদ-১) ঘ) আল-কারীয়াহঃ এর প্রমাণে আল্লাহর বাণীঃ (উচ্চারণঃ ওয়া দারাবাল্লাহু মাছালান ক্বারইয়াতান কা’নাত আমিনাতান মুত্বমাইন্নাতান) অর্থ- আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের, যা ছিল নিরাপত্তা ও নিশ্চিন্ত।(আননাহল-১১২) ঙ) উম্মুল কুরাঃ এর প্রমাণ কুরআনে আছে- (উচ্চারণঃ ওয়ালি তুনযিরা উম্মাল ক্কুরা।) অর্থ-যাতে আপনি মক্কাবাসীদের সতর্ক করেন। (সুরা আনআম-৯২) চ) মক্কার অন্যান্য নাম ঃ মক্কার অন্যান্য নাম সমূহ- আননাস্সাসাহ, আল হাতেম, আল-হারাম, সালাহ, আল-বাসাহ্, মা’যা, আররস, আলবালাদুল আমীন,কুসা ইত্যাদি।