০১। উমরার পরিচয়

০১। উমরার পরিচয় ঃ- উমরা عُمرةআরবি শব্দ- বাংলায় আবাদ করা অর্থে ব্যবহৃত হয় পরিভাষাগত দিক থেকেও রয়েছে সুন্দর বর্ণনা- নির্দিষ্ট স্থানে,(মিকাত, পবিত্র কাবা শরীফ ও ছাফা-মারওয়া) নির্দিষ্ট কার্যাদি (ইহরাম বাধা, তাওয়াফ করা ইত্যাদি) পালনের মাধ্যমে পরম করুনাময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করাকে উমরা বলে। উমরা একটি নফল ইবাদত, ফজিলত অনেক । হজ ফরজ ইবাদত ।